ঢাকা (সন্ধ্যা ৭:৩৫) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বান্দরবানের আলীকদমে পান চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

কৃষি সংবাদ ২৪৩৭ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার দুপুর ০১:১৬, ২৩ জুলাই, ২০২০

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর চৈক্ষ্যং দক্ষিণ ব্লক তারাবুনিয়া এলাকায় এবার পানের আশা নোরোপ ফলন হয়েছে। ধীরে ধীরে পান চাষে আগ্রহী হয়ে উঠছে এ অঞ্চলের প্রান্তিক কৃষকরা। আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়াড এর তারাবুনিয়া ও চারা বটলী এ সব এলাকায় দেখা যায় পানের বরজের নজরকারা দৃশ্য। পান চাষ একটি দীর্ঘমেয়াদী লাভজনক ফসল। তুলনামূলকভাবে অন্যান্য ফসলের চেয়ে রাসানিক সার অনেক কম ব্যবহার হয় ও জৈব সারের ব্যবহার অনেকটাই বেশি। চাষাবাদ পদ্ধতিতে পান চাষে প্রথমে কাটিং সংগ্রহ করে জমিতে রোপণ করতে হয়। এর ১ থেকে ২ মাস পর ডাল থেকে সবুজ লতা বের হয়ে ছেয়ে যায় পান পাতার লতা। তারপর শুরু হয় চাষিদের পান সংগ্রহ। এক বিঘা জমিতে পান চাষ করে প্রতি বছর চার লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানান পান চাষিরা। তারাবুনিয়া গ্রামের পান চাষী মোঃ মনির হোসেন মনু বলেন, এবার পানের ভালো ফলন হয়েছে। বাজার দামও বেশ ভালো। আগের চেয়ে পান চাষ বেশি হচ্ছে আবার পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে। তার সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, প্রথমে আমি ২৫ শতাংশ জমিতে পানের চাষ শুরু করি। এখন ১ বিঘা জমিতে পানের চাষ হচ্ছে আমার। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা উজ্জল কুমার দে অফিসার এসে আমাদের পান চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং রোগবলায় থেকে পান বরজ রক্ষার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। আলীকদম উপজেলা কৃষি উপ- সহকারী কর্মকর্তা উজ্জল কুমার দে জানান, আলীকদম উপজেলার চৈক্ষ্যং দক্ষিণ ব্লকে এবার ৪ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। প্রতি বছর এ এলাকায় পানের চাষ বাড়ছে। তবে পান চাষিদের পানে পচন, নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের পরামর্শের কথা জানান তিনি। এদিকে আলীকদম উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) কর্মকর্তা সানজিদা বিনতে সালাম বলেন – আলীকদমে পান চাষিদের কে আমরা সর্বদা বিভিন্ন ধরণের কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে আসছি। চৈক্ষ্যং দক্ষিণ ব্লকে এবার পান চাষে আশা নোরোপ ফলন হয়েছে, সেখান কার প্রান্তিক চাষীরা আর্থিক ভাবে লাভবান হচ্ছে। পান চাষে আগ্রহী হয়ে উঠে কৃষকরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT