ঢাকা (সকাল ৮:০৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বাঘাইরের দাম ২১ হাজার, ভাগাভাগি করে নিলেন ক্রেতারা

৩১ কেজি ওজনের বাঘাইর মাছ
৩১ কেজি ওজনের বাঘাইর মাছ

আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা গাইবান্ধা আসাদুজ্জামান খন্দকার, সাঘাটা গাইবান্ধা Clock বুধবার বেলা ১২:১৫, ৫ এপ্রিল, ২০২৩

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ে ৩১ কেজি ওজনের বাঘাইর মাছ। আর এই মাছটি বিক্রি হয় ২১ হাজার ৭০০ টাকায়।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী পৌরশহরে বিশালাকৃতির এই বাঘাইর মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন এক জেলে। এসময় উৎসুক মানুষের ভির জমে। এরই মধ্যে দাম হাকানো হলে প্রতিকেজি ৭০০ টাকা দরে ক্রয় করেন ভোক্তারা। যৌথভাবে মাছ কিনে নেওয়া হয় বলে জানান তারা।
নাম প্রকাশ না করা শর্তে ওই জেলে (বিক্রেতা) জানান, গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তার জালে বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য পলাশবাড়ী পৌর শহরে উঠানো হয়। গ্রাহকদের দর-দামের একপর্যায়ে ৩১ কেজি ওজনের বাঘাইরটি ২১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। এর আগেও ৪৫ কেজি ওজনের বাঘাইর মাছ তার জালে আটকা পড়ছিল বলেও জানান তিনি।
পলাশবাড়ীর ক্রেতা সুমন মিয়াসহ আরও অনেকে বলেন, বড় আকারের এই মাছটি দেখে কেনার আগ্রহ হয়। সামর্থ না থাকায় এককভাবে নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা কয়েকজন মিলে ৭০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৭০০ টাকায় ক্রয় করি।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT