ঢাকা (রাত ৮:২৭) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গাইবান্ধা ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, যানচলাচল বন্ধ

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বুধবার সন্ধ্যা ০৬:২৩, ৩ জুলাই, ২০২৪

টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে সড়ক ভেঙে গেছে। এতে যানচলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙা অংশ দিয়েও তীব্র স্রোতে পানি প্রবেশ করছে লোকালয়ে। ওই এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল গুলো প্লাবিত হচ্ছে।

বুধবার (৩ জুলাই) উপজেলার উল্লাবাজার থেকে শশ্নানঘাট এলাকায় সড়কটির শশ্নান এলাকায় ভেঙে গেছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন পথচারিরা। ভাঙনের কারণে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গোয়ালপাড়া, নাইসপাড়া, কাদেরীপাড়া, চাটাইপাড়া বালুচর ও ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের অন্তত ১০ টি গ্রামে পানি ঢুকে গেছে। পানি প্রবেশ করায় ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল। নষ্ট হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানি বন্ধি হয়েছে হাজারো মানুষ। স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে অনেক গ্রামবাসীকে।


গাইবান্ধা পাউবোর নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, টানা কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে প্রধান চার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ৬৮ সেন্টিমিটার, তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলা সংলগ্ন রংপুরের কাউনিয়া পয়েন্টে ৪০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৭০ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৯৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩ টা থেকে আজ বুধবার বেলা ৩ টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পায়। জেলায় গত ২৪ ঘন্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক মুঠোফোনে বলেন, টানা বৃষ্টিতে জেলার নদ- নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিম্নাঞ্চলে গুলোতে ব্রহ্মপুত্র নদের পানি প্রবেশ করেছে। ভরতখালীর ভাঙা অংশে পানি উন্নয়ন বোর্ডের নয়।

এদিকে জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর, শ্রীপুর, কাপাসিয়া ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। করতোয়া,ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা সদর উপজেলা,সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নদীবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে হাজারো মানুষ পানি বন্ধি হওয়ার শঙ্কা রয়েছে।

রংপুরর আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইসাহাক আলী মুঠোফোনে জানান, ভরতখালী উল্লা বাজার এলাকায় ভাঙা অংশে আগে থেকেই বাঁশের সাঁকো ছিল। বৃষ্টি আর পানি বৃদ্ধির কারণে সাঁকোটি ভেঙে গেছে। সাঁকোর দুই পাশেও ভেঙে গেছে। মেরামতের করে যান চলাচলের জন্য সাভাবিক করতে ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পূর্বপ্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT