ঢাকা (রাত ১১:৩৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলাবাজার- শিমু‌লিয়া নৌরু‌টে স্পিড‌বোট দূর্ঘটনায় নিহত ২৬,আহত ৫

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ১০:৪৪, ৩ মে, ২০২১

মাদারীপুরের ২৬ জনের মরদেহ নিতে শিবচরে কাঁঠাল বাড়ীর দোতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছুটে আসছেন স্বজনরা। এর আগে সোমবার (৩ মে) সকাল পৌনে ৭টায় মাদারীপুরের শিবচরে থেমে থাকা বালুবোঝাই বাল্কহেডে স্পীড বোটের ধাক্কায় ২৬ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৫ জনকে। প্রথমে নিহত ২৪ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়। দুজন হাসপাতালে নেয়ার পর মারা যাওয়ায় তাদের লাশ সেখান থেকে কাঠালবাড়ীর দোতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাখেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে স্বজনরা আসতে শুরু করেছে। তারা স্বজনদের লাশ চিহ্নিত করে কান্নায় ভেঙে পড়ছেন। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এ এলাকার আকাশ-বাতাস।

প্রত্যেককে সরকারি অনুদান হিসেবে দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেছেন সরকারের পক্ষ থেকে। এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু দেহ সনাক্ত করেছে তাদের অভিভাবক-আত্মীয়-স্বজনরা ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT