ঢাকা (রাত ৪:১৫) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার সন্ধ্যা ০৭:৫৩, ১৪ এপ্রিল, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহের গৌরীপুরে পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের আমতলা গিয়ে শেষ হয়। মঙ্গল শোভযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানআরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান হযরত আলী, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও চাঁদের হাট, উদীচী শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানান আয়োজনে নববর্ষ উদযাপন করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT