বড়দিনে খ্রিষ্ট্রধর্মাবলম্বীদের সাথে গৌরীপুর উপজেলা প্রশাসনের কুশল বিনিময়
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) সোমবার সকাল ১০:৪৭, ২৬ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ-উৎসবমুখর পরিবেশে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) পৌর শহরের পশ্চিম ভালুকায় উপজেলার প্রধান ব্যাপ্টিস্ট চার্চে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এদিন ব্যাপ্টিস্ট চার্চে বড়দিনের শুভেচ্ছা বার্তা সম্বলিত কেক উপহার দেন ইউএনও।
দিবসটিতে কেক কেটে বড় দিনের শুভ সূচনা করা হয় এবং ইউএনও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। এ সময় জেলার (পূর্ব) ব্যাপ্টিস্ট চার্চের সিনিয়র সহ-সভাপতি হিউবার্ট চক্রবর্তীসহ অনেকেই।
দিবসটি উপলক্ষে ইউএনও হাসান মারুফ গণমাধ্যমকর্মীদের বলেন, এ উপজেলায় আনন্দ ও উৎসবমুখ পরিবেশে নির্ভয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
হিউবার্ট চক্রবর্তী জানান-সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষণা করতে এ দিনে যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেছিলেন। দেশের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির জন্য গীর্জায় গীর্জায় প্রার্থনা করা হয়েছে বলে জানান তিনি।