ঢাকা (সন্ধ্যা ৬:০৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে কাজ করতে হবে : ইসরাফিল আলম এমপি

নওগাঁ জেলা ২৩৭৪ বার পঠিত
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাইকে কাজ করতে হবে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০০, ২২ নভেম্বর, ২০১৯

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সবাইকে কাজ করতে হবে। ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার পাশে থেকে সবাইকে কাজ করে যেতে তিনি সকলের প্রতি আহবান জানান।’
শুক্রবার বিকেলে উপজেলার শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসরাফিল আলম এমপি বলেন, ‘দেশ এখন অনেক এগিয়ে গেছে। সারাবিশ্বে এখন বাংলাদেশের সুনাম রয়েছে। আমরা এখন এমন কোনও দিক নেই যেখানে উন্নতি করি নাই। এই উন্নতি যাতে থেমে না যায় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’
উপজেলার ভবানীপুর চৌধুরী বাড়ি প্রঙ্গণে এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম এর স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মামুন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মাহবুবুল হকদুলু, শহিদুল ইসলাম বাবু, মোজাহার আলী প্রমূখ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT