ঢাকা (সকাল ৯:৫৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বগুড়ার আদমদীঘিতে ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock শুক্রবার দুপুর ০২:২৩, ২৩ অক্টোবর, ২০২০

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার “খ” গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার শিবপুর এলাকায় মেসার্স শারীব কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মোঃ মতি মন্ডল ছেলে সোহেল রানা (২৯) বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস আদমদীঘির শিবপুর এলাকায় মেসার্স শারীব কারখানার সামনে পৌঁছলে বাসটি তল্লাশি করে যাত্রী বেশে ওই মাদক ব্যবসায়ীর পায়ের মাঝে একটি প্লাস্টিকের বস্তায় দুইটি বালিশের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়া জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT