ঢাকা (রাত ৮:১২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বগুড়ার আদমদীঘিতে নাগরনদে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই জনের কারাদন্ড

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock মঙ্গলবার রাত ১০:৫৭, ১ ডিসেম্বর, ২০২০

বগুড়ার আদমদীঘির নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাজা ও আমিনুল নামের দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় নাগরনদে অভিযান চালিয়ে তাদের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

বালু ব্যবসায়ী উপজেলার কুন্দগ্রামের আজাহার আলী রাজাকে (৪১) সাত দিনের ও একই উপজেলার বাগিচাপাড়া গ্রামের আমিনুল ইসলামকে (৩২) তিন দিনের কারাদন্ড প্রদান করা হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন জানায়, উপজেলার কুন্দগ্রাম এলাকায় নাগরনদে দীর্ঘদিন যাবত একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ইতিপূর্বে ভ্রাম্যামান আদালতে তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে কুন্দগ্রাম ইউনিয়ন এলাকায় নাগরনদে ফের বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী আজাহার আলী ওরফে রাজাকে ৭ দিন ও আমিনুল ইসলামকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT