ঢাকা (রাত ২:৩৪) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের ভাঙলো উলিপুরে নাগড়াকুড়ার টি-বাঁধ, হুমকির মুখে বাম তীরের মানুষ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:১৪, ২৯ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে গুনাইগাছ ইউনিয়নে নগড়াকুড়ায় নির্মিত প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর বাম তীর রক্ষায় টি-বাঁধটি অব্যাহত তিস্তা ভাঙন ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে বাঁধটি টি-পার্টের উজানের বেল মাউথ এর ৫০ মিটার নদী গর্ভে। অবশিষ্ট টি-বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করছেন।যেকোন মহুর্তে বাঁধটি নদী গর্ভে চলে গেলে বাম তীরের পাশ্ববর্তী গ্রাম ব্যাপক হুমকির মুখে পড়বে।

জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই টি-বাঁধ নির্মাণ করা হয়েছে। নির্মাণের পর ২বছর ঠিক থাকলেও গত বর্ষা মৌসুমে টি-বাঁধের প্রায় ১৩৪ মিটার ধসে যায়। পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কার করে রক্ষার চেষ্টা করলেও তা কোন কাজে আসেনি।শুকনো মৌসুমে ঠিক থাকলে চলতি বর্ষার শুরুতে ৫০ মিঃ তিস্তার গর্ভে চলে গেছে। সম্প্রতি তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে যেকোন মহুর্তে বাঁধটি ভেঙে নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, টি-বাঁধটি রক্ষার জন্য ১০ হাজার বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। প্রয়োজনে আরো জিও ব্যাগ ডাম্পিং করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT