পীরগাছায় ধান কর্তন পরিদর্শন করেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ১০:১৮, ১৫ মে, ২০২০
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় করোনা পরিস্থিতিতে সরকারি ভর্তূকির কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে চলতি বোরো ধান কর্তন পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
আজ ১৫ মে (শুক্রবার) সকালে উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন জমিতে ধান কাটার সময় তিনি উপস্থিত হন এবং কৃষকের সাথে কথা বলেন। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরে পারুল ইউনিয়নের এক কৃষককে ভূর্তকির মাধ্যমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন হস্তান্তর করেন ও উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে এক হাজার কৃষকের মাঝে বিভিন্ন সবজির বীজ ও মাস্ক বিতরন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা কৃষি অফিসার শামীমুর রহমান, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান আলম, আশরাফুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।