ঢাকা (রাত ১০:৫১) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পানিতে প্লাবিত ফসলের মাঠ : সাপাহারে ভয়াবহ বন্যার পূর্বাভাস!

সাপাহার সীমান্তে পূর্নভবা নদীর বাঁধ উপচিয়ে পাতাড়ী গ্রামে বন্যার পানি প্রবেশের চিত্র।
সাপাহার সীমান্তে পূর্নভবা নদীর বাঁধ উপচিয়ে পাতাড়ী গ্রামে বন্যার পানি প্রবেশের চিত্র।

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) Clock শনিবার রাত ০২:১১, ২৫ জুলাই, ২০২০

নওগাঁ জেলার সাপাহার উপজেলার সীমান্তে কয়েকটি ইউনিয়নে বন্যার
পূর্বাভাস দেখা দিয়েছে, পানিতে প্লাবিত কয়েকটি ইউনিয়নের ফসলের মাঠ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত কয়েক মাস ধরে একটানা
বৃষ্টির ফলে উজানে ভারতের নদীগুলি হতে প্রবল বেগে স্রোতের পানি
ভাটির দিকে নেমে আসায় হঠাৎকরে সাপাহার উপজেলার পাতাড়ী,
শিরন্টি ও গোয়ালা ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যার পনি
উঠতে শুরু করেছে। ইতোমধ্যেই ওই সব এলাকার অনেক ফসলের মাঠ
পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও বসতবাড়ীর
আঙ্গিনায় পানি উঠতে দেখা গেছে। উপজেলার উত্তর পাতাড়ী,
জালসুখা, কাউয়াভাসা, কলমুডাঙ্গা, হাপানিয়া সহ বেশ কিছু
এলাকার গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। বৃষ্টির পানি বৃদ্ধি
হতে থাকলে ভবিষ্যতে ওই এলাকায় বন্যাপরিস্থিতির অবনতি হতে পারে
বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল মিয়ার
সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে এলাকায় বন্যার ভয়াবহ
চিত্র। ওই ইউনিয়নের সর্ববৃহত গ্রাম কলমুডাঙ্গার রাস্তায় এখনও
বন্যার পানি উঠেনি তবে ছুঁই ছুই করছে। কিন্ত গ্রামের
পূর্ব, পশ্চিম, এবং দক্ষিন দিকের অনেক বসত বাড়ীতে ইতোমধ্যেই
বন্যার পানি ঢুকে পড়েছে। ওই সব এলাকার কম পক্ষে ৫০টি
পরিবারকে তাদের বসত ভিটা ছেড়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী
কমিশনার (ভুমি) সোহরাব হোসেন এর সাথে কথা হলে তিনি
জানান যে, আমরা সর্বত্রই বন্যার খোঁজ খবর রাখছি বন্যার
পানিতে অনেক ফসলের মাঠ তলিয়ে গেলেও এখনও কোন গ্রামের
বসতবাড়ীতে পানি উঠেনি তবে কোথাও কেউ বন্যায় ক্ষতিগ্রস্থ
হলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT