পহেলা এপ্রিল থেকে শুরু এসএসসি পরিক্ষার্থীদের ফর্ম পুরণ
ডেক্স রিপোর্ট রবিবার রাত ১০:৪১, ২১ মার্চ, ২০২১
২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফর্ম পুরনের কার্যক্রম আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ৭ এপ্রিল পর্যন্ত কোন অতিরিক্ত ফি ছাড়াই ফর্ম পুরন করতে পারবে। ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফর্ম পুরন করা যাবে। করোনা মহামারীর কারনে এসএসসির টেস্ট পরিক্ষা হবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। ফর্ম পুরনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, বানিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্ছ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
এসএসসি পরিক্ষার ফি বাবদ প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা, ব্যবহারিকের জন্য ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিফটের জন্য ৩৫ টাকা, মুল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড বাবদ ১৫ টাকা ও জাতীয় শিক্ষা সপ্তাহ বাবদ ৫ টাকা ধরা হয়েছে।