ঢাকা (সকাল ১০:০৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পত্নীতলায় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরী

পত্নীতলায় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৪:৩৭, ২২ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি : “ জীববৈচিত্র্য রক্ষায়  বিকল্প নাই , বৃক্ষ নিধন ও পশু পাখি  শিকার মুক্ত বাংলাদেশ চাই ” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায়  বন্যপ্রাণী সংরক্ষণ ও  পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরীর  লক্ষ্যে  পল্লী সঞ্চয় ব্যাংক পত্নীতলা এর আয়োজনে ও জীববৈচিত্র্য সংরক্ষন কমিটি  পত্নীতলা এর সহযোগিতায়  পাখি পল্লী সৃজন ২০১৯  উদ্বোধন  করা হয়।
 সোমবার  (২১ শে অক্টবর ) বেলা ১২.০০ টায়  উপজেলা চত্বরে  পল্লী সঞ্চয়  ব্যাংক এর  উপজেলা সমন্বয়কারী ও শাখা ব্যাবস্থাপক , আমার বাড়ী আমার খামার প্রকল্প ইউসুফ আলী এর সভাপতিত্বে  অনষ্ঠানের উদ্বোধন করেন  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: লিটন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন  পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষন কমিটির সভাপতি ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন ( বিবিসিএফ ) এর সহ প্রচার সম্পাদক  সুমন কুমার শীল, সাধারন সম্পাদক ও বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সহসভাপতি সাংবাদিক মাসুদ রানা , সাংগঠনিক সম্পাদক  বদিউল আলম খন্দকার  ( বিদ্যুৎ ) , তৌফিকা বানু , আতোয়ার রহমান ,  মাহফুজুজ্জামান আনসারী ( রাজিব) ,  বিবিসিএফ নওগাঁ জেলা কমিটির সদস্য পাখি গবেষক মুনসুর সরকার সহ অত্র কমিটির সদস্যবৃন্দ ।
 এ সময় উপজেলা চত্বরে বিড়ল প্রজাতির উদ্ভিদের চারা  রোপন  করা হয়  এবং  গাছে গাছে   ১০০ টি হাড়ি বাধা হয়।  প্রধান অতিথি  অত্র কমিটির কার্যক্রমের প্রশংসা করে বলেন  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব  মোকাবেলায় ,পরিবেশের ভারসাম্য  বজায় রাখতে বৃক্ষ রোপন ও  বন্য পশু পাখি সুরক্ষা প্রয়োজন  । জীববৈচিত্র্য সংরক্ষন কমিটি পত্নীতলার সদস্যদের কে তাদের কার্যক্রম  ধারাবাহিক ভাবে  পরিচালনা করতে উৎসাহ  প্রদান করেন ।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT