ঢাকা (সকাল ১১:৫১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁয় ভটভটির চাকায় চাদর জড়িয়ে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার বিকেল ০৫:১৬, ৩১ মার্চ, ২০২১

নওগাঁর পত্নীতলায় ভটভটির চাকায় চাদর জড়িয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩১মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারসংলগ্ন কাশিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মন্ডলের ছেলে।

জানা যায়, জেলার ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের মাছ নিয়ে ভটভটি যোগে পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে যাচ্ছিলেন। সকালে হালকা শীত হওয়ায় তিনি ভটভটিতে চালকের পাশে চাদর গায়ে বসে ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবসত গায়ের চাদরটি ভটভটির চাকার জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পত্নীতলা থানার উপ-পরিদর্শক(এসআই) মঞ্জুর কাদের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকার সঙ্গে গায়ের চাদরটি জড়িয়ে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে যায়। ঘটনার পর নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছে। তবে এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT