ঢাকা (দুপুর ১:৩৮) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

দেশব্যাপী চলমান লাগামহীন নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানব বন্ধন ও প্রতীকী ফাঁসি মঞ্চায়ন

আবু ইউসুফ,নওগাঁ  আবু ইউসুফ,নওগাঁ  Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০২, ৮ অক্টোবর, ২০২০

সারাদেশে যেন বইছে ধর্ষণের অবাঞ্ছিত মৌসুমি হাওয়া । ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার পুরো জাতি। তবুও যেন অপ্রতিরোধ্য ভাবে সংবাদে বিশেষ জায়গা করে নিচ্ছে বর্বরোচিত ধর্ষণের কাহিনী। অহরহ ভেসে আসছে নির্যাতিতার আর্তনাদ,ভারি হয়ে আসছে ইথার, ঘন হয়ে আসছে পাপের ভাঁড়ার।

এমতাবস্থায় পত্নীতলা উপজেলা সমিতি(পউস),পত্নীতলা, নওগাঁ – এরূপ পরিস্থিতির প্রতিবাদ জানায়। উদ্ভূত অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত পরিস্থিতির  প্রতিবাদ স্বরূপ ৮ অক্টোবর, ২০২০ ইং এ পত্নীতলা উপজেলার প্রাণকেন্দ্র  নজিপুর বাসস্ট্যান্ডে ‘পউস’ একটি “মানব বন্ধন ও প্রতীকী ফাঁসি মঞ্চায়ন ”  আয়োজন করে।

উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন,বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল খালেক চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগ। শিহাব আল মশিউর  নহর এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,জনাব শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব আব্দুল আহাদ(রাহাত), ভাইস-চেয়ারম্যান,পত্নীতলা উপজেলা পরিষদ। উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, জনাব বজলুর রশিদ।

এসময় পউসের পক্ষ থেকে বক্তব্য রাখেন,সিফাত রিজভী(তরুণ উদ্যোক্তা, সাবেক শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়), মুনমুন সওদা(শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়)।এসময় বক্তারা ধর্ষক-কে ‘৪র্থ লিঙ্গের অযাচিত প্রাণী’ বলে আখ্যায়িত করে বলেন,” ধর্ষণ আজ  একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই ব্যাধি নিরাময় যেমন প্রয়োজন সামাজিক সচেতনতা তেমনি প্রয়োজন শাস্তির কঠোরতা। বিচারের দ্রুততম সুনিশ্চয়তা এবং সামাজিক উৎকর্ষতা সাধনের মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সমাধন সম্ভব।”

উক্ত আয়োজন থেকে বক্তারা, ১৪ দফা দাবী পেশ করেন,

১. ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ।

২. নারী ও শিশু নির্যাতন দমন আইনের শতভাগ প্রয়োগ।

৩. ১০ কার্যদিবসের মাঝে চার্জশিট দাখিল।

৪. ৬০ কার্যদিবসের মাঝে বিচার প্রক্রিয়া সমাপ্তিকরণ।

৫. মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা  এবং পাবলিক প্রসিকিউটরের মাঝে সমন্বয় সাধনের মাধ্যমে বিচার কার্য সহজতম করা।

৬. নারী ও শিশু নির্যাতন দমনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন।

৭. দেশের সর্বত্র মেডিকেল ফরেনসিক বিভাগ

উন্নতকরণ।

৮.ভুক্তভোগীর শিক্ষা,চিকিৎসা ও সামাজিক মর্যাদা রক্ষার ব্যবস্থা গ্রহণ।

৯. ধর্ষণ মামলা পশ্চাৎপদ করার জন্য যদি কেউ প্রভাবক স্বরূপ আবির্ভূত হয় তাহলে তাকেও আইনের আওতায় এনে শাস্তির বিধান করা।

১০. ধর্ষণ মামলার ভুক্তভোগী ও সাক্ষীর নিরাপত্তা বিধান সুনিশ্চিত করা।

১১. আসামি পক্ষের আইজীবীদের সংযত আচরণ করা।

১২. ইভটিজিং প্রতিরোধে পুলিশের বিশেষ সেল গঠন এবং আঞ্চলিক বখাটেদের উপরে নিয়ন্ত্রণ আনয়ন।

১৩. নারীদের সিলাই প্রশিক্ষণের মতো সরকারিভাবে ক্যারাটে সহ আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা।

১৪. ‘ধর্ষণ’ জামিন অযোগ্য মামলা বলে বিবেচনা করা।

আয়োজনে পত্নীতলা উপজেলা সমিতি(পউস) এর দাবীর প্রতি সহমর্মিতা জ্ঞাপনপূর্বক অংশগ্রহণ করেছে NCC(Nazipur Cricket Club)।

আয়োজনে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানায়। সেই সাথে সরকারের প্রতি উদাত্ত আহবান জানায় যেন ধর্ষণের আইন সংশোধ করে এর শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।

মানব বন্ধন শেষে একটি প্রতীকী ধর্ষককে ফাঁসিতে ঝুলানো হয়। এই প্রতীকী ফাঁসির মাধ্যমে তাঁরা জানাতে চান যে ধর্ষকের সর্বোচ্চ  শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড শুধু নয় বরং মৃত্যুদণ্ড হওয়া বাঞ্ছনীয়।

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT