ঢাকা (দুপুর ২:৫৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে ৫০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার বিকেল ০৪:৪৩, ২১ সেপ্টেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া-লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৫০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল বিতরণ করেন। লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কে, এম রেজাউল ইসলাম, পৌর সচিব মোঃ তফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, পৌর স্ট্যাফ শিকদার ওসমান গনি, সাধন, প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন তার বক্তব্যে বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম বর্তমান সরকারের নারী ক্ষমতায়নেরই অংশ। সরকার নারী ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করছে। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের প্রতি বেশি উদার।

পৌর মেয়র মোঃ আশরাফুল আলম বলেন, বর্তমান সরকারের অনেক সদিচ্ছা রয়েছে শিক্ষার্থীদের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষার্থীদের গুরুত্বের সাথে দেখেন। সাইকেল বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের প্রতি জননেত্রী শেখ হাসিনার আশির্বাদ। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থী এ সুযোগ পাবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT