ঢাকা (সকাল ৮:৩২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নড়াইলে করোনায় দুজনের মৃত্যু

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock মঙ্গলবার বিকেল ০৪:০০, ৬ জুলাই, ২০২১

করোনা আক্রান্ত হয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে দুজনের মৃত্যু হয়েছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, লোহাগড়া পৌর সভার মোচড়া গ্রামের আদিত্য সরকার(৭০) এবং দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের আহাদুজ্জামানের স্ত্রী জহুরণ নেছা(৪৭) করোনা আক্রান্ত হয়ে শেষ পর্যায়ে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমান জানান, এখনো ৮জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, করোনার সংক্রমন রোধে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পি,পি,এম(বার) লোহাগড়ার বিভিন্ন বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় লকডাউন নিশ্চিতের জন্যে অভিযান পরিচালনা করেন। তিনি করোনার সচেতনতামূলক প্রচারণা চালান। সেনাবাহিনীর সদস্যরাও জোরদার টহল ও প্রচারণা চালিয়েছে।

এসময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, উপদেষ্টা সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT