ঢাকা (রাত ৪:২১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে ককটেলে বিস্ফোরণে যুবলীগ কর্মী গুরুতর আহত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock রবিবার রাত ১১:৩৯, ৭ নভেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় রবিবার(৭ নভেম্বর) রাতে ককটেলের বিস্ফোরণে শাহাজাদা মোল্যা(৩৫)নামে এক যুবকের কবজি উড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামের আকবর মোল্যার ছেলে যুবলীগ কর্মী শাহাজাদা সিএন্ডবি চৌরাস্তা সংলগ্ন মসজিদ থেকে নামাজ পড়ে বের হবার পর রাত প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে বোমা বা ককটেলে আক্রান্ত হন।

বোমা বা ককটেলের বিস্ফোরনে শাহাজাদার ডান হাতের কবজিসহ অর্ধাংশ উড়ে যায়। এসময় বোমা বা ককটেল বিস্ফোরনের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা বা ককটেলের  বিস্ফোরনে আহত শাহাজাদাকে উদ্ধার করে লোহাগড়া হাসাপতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বোমা বা ককটেল বিস্ফোরণের এ ঘটনাটি নিয়ে এলাকায় বিতর্ক রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এ বিষয়ে বলেন, শাহাজাদার হাতের কবজিসহ উড়ে গেছে। এটি বোমা নাকি ককটেলের বিস্ফোরণে তা নিশ্চিত বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে বোমা বা ককটেল বহন করবার সময় বিস্ফোরিত হয়েছে। বিষটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT