নড়াইলে অধিনায়ক মাশরাফির পক্ষে মনোনয়নপত্র জমা
মেঘনা নিউজ ডেস্ক বুধবার দুপুর ০৩:৩৫, ২৮ নভেম্বর, ২০১৮
ইকবাল হাসান,নড়াইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার নিকট মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ দলীয় নেতৃবৃন্দ।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, সভানেত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২
আসনে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা মাশরাফিকে বিপুল ভোটে নির্বাচিত করবো। এছাড়া জেলা রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়া-১ আসনে আওয়ামীলীগের মনোনীত শরীক দল জাসদের শরীফ নূরুল আম্বিয়া, নড়াইল-২ আসনে বিএনপি সমর্থিত শরীফ কাসাফুদ্দোজা কাফী, নড়াইল-১ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা। কালিয়ায় সহকারী জেলা রিটার্ণিং অফিসার ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুদার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন নড়াইল-১ আসনে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও
বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।