ঢাকা (ভোর ৫:২৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নড়াইলের কালনা সেতুতে কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শুক্রবার সন্ধ্যা ০৬:০২, ৯ জুলাই, ২০২১

নড়াইলের লোহাগড়ার কালনাঘাটে মধুমতি নদীর উপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় বাহাদুর শেখ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(৯ জুলাই) সকাল ৯ টা ৪০ এর দিকে নির্মাণ শ্রমিক বাহাদুর শেখ(৪১) নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করছিলেন। এসময় হঠাৎ সেতুর পিলারের পায়েলিং কাজে ব্যবহৃত একটি বড় টিনের পাত বাহাদুর শেখের মাথার উপর পড়লে তিনি মারাত্বক জখম হন। সেতুর অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসাপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার এলেঙ্গা গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লোহাগড়া থানার দায়িত্বে থাকা ডিএসবির সদস্য(ওয়াচার) জিয়া ওই শ্রমিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT