ঢাকা (রাত ১২:১২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নোয়াখালী হাতিয়ায় টানা বর্ষণ ও নদী ভাঙ্গনে দিশেহারা উপকূলে বসবাসরত মানুষেরা

রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী Clock মঙ্গলবার রাত ১১:১৮, ২৫ আগস্ট, ২০২০

নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়া উপজেলায় টানা বর্ষণে একদিকে জোয়ারের পানি বৃদ্ধি অন্যদিকে নদী ভাঙ্গন। এমন অবস্থায় দিশেহারা হাতিয়ার উপকূলের স্থানীয় বাসিন্দারা।নদী পাড়ের বসবাসরত মানুষের ঘরে পানি ডুকে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। অনেকের ঘর, ভিটেমাটি নদী গর্বে বিলিন হয়ে গেছে। কেউ বা আবার বাড়িঘর রেখে জীবন বাঁচাতে পাড়ি দিয়েছে অজানা উদ্দেশ্যে।

নোয়াখালী হাতিয়া টাংকির ঘাট মেঘনা নদীর পাড়ে সেখানকার মানুষের বসবাসের চিত্র এটি। টানা বর্ষণে উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে উপকূলের মানুষগুলো আশ্রয় নিচ্ছে বেড়িবাঁধের উপর। কোনো ভাবে মাথাগোঁজার জন্য পরিবারের সবাই মিলে বেড়িবাঁধের উপর ঘর নির্মাণে ব্যস্ত। আবার কেউ কেউ ভিটেমাটি সবকিছু হারিয়ে গাড়ি করে মালামাল নিয়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন দৃশ্যগুলো খুবই হৃদয়বিদারক।

সাময়িক বসবাসের জন্য বেড়িবাঁধে ঘর নির্মাণ করলেও মানুষের মনে নেই প্রশান্তি। উপকূলবাসীরা অাশংখ্যা করেন এমন টানা বর্ষণ অব্যাহত থাকলে যে কোনো সময় বেড়িবাঁধ ভেঙ্গে যেতে পারে। জোয়ারের পানিতে ডুবে যেতে পারে উপকূলের সবকিছু। তাই
উপকূলবাসীরা আশা করেন সরকার অতি দ্রুত নদীভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভিটেমাটি হারা পরিবারগুলোকে পূর্ণবাসনের ব্যবস্থা করে দেবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT