ঢাকা (সকাল ১১:২১) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নানা আয়োজনে স্যানিটেশন মাস উদযাপন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০৯:১৭, ২৫ অক্টোবর, ২০২২

“বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ ও ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই”-প্রতিপাদ্যে জাতীয় স্যানিটশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

 

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

 

সকালে পৌরভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সমাবেশে মিলিত হয়।

 

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ মো. সালেহ উদ্দিন ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউর রহমান আরমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পৌর চিকিৎসক মো. অলিউল ইসলাম, পৌর কর্মী ইব্রাহীম খলিল বাবু প্রমুখ।

 

সমাবেশে সরকারের ও পৌরসভার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তারা বলেন, স্যানিটেশন ও হাত ধোয়া ব্যক্তিগত ও সামষ্টিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ। আর তাই সংশ্লিস্ট সকল কর্তৃপক্ষসহ সকল মানুষকেই এসব ব্যাপারে সচেতন হতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

 

পথসভা শেষে কর্মসূচী পালনে সহযোগীতা করার জন্য পৌরসভার চলমান ইউজিপ-৩ প্রকল্প, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT