নানান আয়োজনে পালিত হল পাহাড় বার্তা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১১:০০, ৩ সেপ্টেম্বর, ২০১৯
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ আলীকদম উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হল পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ প্রোর্টাল পাহাড় বার্তা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে আলীকদম অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দ্যা দামতুয়া ইন এর সভা কক্ষে এসে মিলিত হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় কেকে কেটে পাহাড় বার্তা’র ২য় প্রতিষ্ঠা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দীন, আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা আ.ফ.ম সাদেক হোসেন, ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন, ৩ নং নয়াপল্টন ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা, ৪ নং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতফুং ম্রো , পাহাড় বার্তার বিশেষ প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হাসান মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেব রানা।
বিশেষ অতিথি বলেন – পাহাড় বার্তা অনলাইন নিউজ প্রোর্টাল দিন দিন জনপ্রিয় হচ্ছে, তবে আমাদের সকলকে এই জনপ্রিয়তা ধরে রাখতে হবে। বিভ্রান্ত মূলক যে কোন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
প্রসঙ্গত সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী সম্পাদনায় ২০১৭ সালের ১১ আগস্ট তিন পার্বত্য জেলায় প্রথম সূচনা হয় পাহাড় বার্তার। দীর্ঘ ২ বছরের পথ পাড়ি দিয়ে জনগণের ভালোবাসায় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা এখন পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ প্রোর্টালে পরিণত হয়েছে।