নাচোলের নেজামপুরে একাদশ সংঘের শুভ উদ্বোধন
সাখাওয়াত জামিল শুক্রবার রাত ০৯:৪৯, ১৪ আগস্ট, ২০২০
“খেলাধুলার চর্চা করি” মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার ৪নং নেজামপুর ইউনিয়নের নেজামপুর একাদশ সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নেজামপুর বাজারে কৃষি ব্যাংকের পাশে এ সংঘের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাদশ সংঘের সভাপতি মোঃ মাঝারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আহম্মেদ আল শহীদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খাইরুল আলম, বিনৌদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মতিউর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফাইজূদ্দিন, নাচোল সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলম, নেজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৪নং ওয়ার্ড সভাপতি শ্রী নিত্যরঞ্জন সরকার, ৩নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মামুন আর রশিদ, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ বেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, বিশিষ্ট সমাজ সেবক এনামুল হক, নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উত্তম কুমার দিপুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নেজামপুর ইউনিয়ন বিএনপি ছাত্রদলের সভাপতি বুলবুল আহম্মেদ।