ঢাকা (রাত ১২:৫৩) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নাগরপুর বিধবা ভাতা কার্ড করে দেয়ার জন্য ঘুষের টাকা লেনদেনের অভিযোগ

মোঃ শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মোঃ শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock মঙ্গলবার ১২:২৭, ২৮ জুন, ২০২২

অভিযোগ উঠেছে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সমাজ সেবা অফিসে কর্মরত কারিগরী প্রশিক্ষক হেলাল উদ্দিন বিধবা ভাতার কার্ড করে দেয়ার জন্য ঘুষের টাকা নিজ টেবিলে বসে গুনে নেয়।

হাকিম খানের স্ত্রী জোছনা বেগমের বিধবা ভাতা কার্ড করে দিতে সমাজ সেবা অফিসের কারিগরী প্রশিক্ষক হেলাল ২ হাজার টাকা ঘুষ দাবি করে এবং টাকা পেয়ে, অফিস চলাকালীন সময়ে নিজ টেবিলে বসেই তা গুনে নেয়।

আব্দুল্লাহ ও সমাজ সেবা অফিসের হেলাল উদ্দিনের কথোপকথনের অংশ বিশেষ পাঠকের জন্য তুলে ধরা হলো।

অটোরিক্সা চালক আব্দুলহ খান তার মা এর বিধবা ভাতার কার্ড করার জন্য ২ হাজার টাকার কম নেয়ার জন্য কাকুতি মিনতি করে সমাজ সেবা অফিসের হেলালকে। কিন্তু হেলাল জোর গলায় আব্দুলহকে বলেন, আমার বাবা আসলেও ১টি টাকাও কম নেয়ার উপায় নেই আমার।

আব্দুল্লাহ ঘুষের টাকার পরিমান কমাতে অনেক কাকুতিমিনতি করায়, হেলাল উদ্দিন এক পর্যায়ে বলেন, এটা কি মাছের বাজার? আমি মাছ বিক্রি করতে বসেছি? আপনার মায়ের ভাতার কার্ড করাতে চাইলে আমাকে ২ হাজার টাকাই দিতে হবে। এই টাকা অনেক ভাগ হবে। আমাদের স্যার বিশেষ ভাবে সুপারিশ করে কয়েকটি কার্ডের বরাদ্দ এনেছেন। আর এসব কার্ডে টাকা এসেছে। মোবাইলে নগদ একাউন্ট খুল্লেই ঐ টাকা উঠাতে পারবেন।

নিরুপায় হয়ে ছেলে তার মা’র বিধবা মায়ের ভাতার কার্ডের জন্য ২ হাজার টাকা সমাজ সেবা অফিসের হেলাল উদ্দিনকে দেয়ার সময় খবর পেয়ে ভিডিও ধারন করে স্থানীয় সাংবাদিক। এতে উপজেলার সমাজ সেবা অফিসের পরিবেশ ভারী হয়ে উঠে।

ভাতা কার্ড দেয়ার বিপরীতে টাকা লেনদেনের বিষয়ে নাগরপুর উপজেলার সমাজ সেবা অফিসার মো. ইকবাল হোসেন বলেন, আমাদের অফিসে ভাতা কার্ড করার জন্য কোন টাকা লাগে না। আমার অফিসের কেউ যদি ভাতা কার্ড করে দেয়ার জন্য টাকা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ সকল কথোপকথন, ঘুষ নেয়ার ভিডিও সংরক্ষিত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT