ঢাকা (রাত ২:১৯) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি

নওগাঁ জেলা ২৩৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:৩১, ১৮ ডিসেম্বর, ২০১৯

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হানাদারমুক্ত দিবস পালন। বুধবার সকাল ১১টায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গ্রাভিডি রাইডার্স ও নওগাঁ মিডিয়া হাউসের আয়োজনে র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ। পুরাতন কোর্ট চত্ত্বর আলোচনা সভা শেষে র‌্যালিটি শহরর প্রদক্ষিন করে। এসময় র‌্যালিতে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, নওগাঁ সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম সামদানীসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল ,কলেজের শিক্ষার্থীরা র‌্যালিতে অংগ্রহন করেন।
অপরদিকে হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজন সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর নেতৃত্বে প্যারিমোহন চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এই দিবস উপলক্ষে ৫জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয় দিবস পালিত হলেও দেশ স্বাধীনের দুই দিন পর ১৮ ডিসেম্বর নওগাঁকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। এদিন প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁর যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে নওগাঁ হানাদার মুক্ত হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT