ঢাকা (সকাল ৯:০২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁ পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১০:৩৪, ১ ডিসেম্বর, ২০১৯

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি:-  নওগাঁ পলিটেকনি ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) বিকেলে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলার সময়  এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন, কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।
পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল ৫টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হন। শিক্ষক-শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে ৭ জন আহত রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আশঙ্কাজনক ওই ৩ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT