ঢাকা (বিকাল ৪:০৩) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁ জেলা ২৩৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:৫১, ২১ ফেব্রুয়ারী, ২০২০

আবু ইউসুফ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যর ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। দিবসের প্রথম প্রহর শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে
পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক হারুন-অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সিভিল সার্জন ডাঃ আশরাফুল ইসলাম,নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাঃ মনির আলী আকন্দ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,
স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটির এবং ভগলুর পরিবার বর্গ, শহীদ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং বিকেলে জেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনারের পাশে আলোচনা সভা ও জেলার ৬জন ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান
করবেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT