নওগাঁয় কবি হুমায়ুন কবির এর ১১৪ তম জন্ম বার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ১০:১৩, ২২ ফেব্রুয়ারী, ২০২০
আবু ইউসুফ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কবি হুমায়ুন কবির এর ১১৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের জনকল্যান মহল্লার ‘হুমায়ুন বটতলী’ প্রাঙ্গনে নওগাঁ সাহিত্য পরিষদ ও হুমায়ুন কবির স্মৃতি সংঘ এর আয়োজন করে। জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান অতিথি নওগাঁ জেলা পরিষদের সভাপতি অ্যাড. ফজলে রাব্বী বকু এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়ে ‘হুমায়ুন বটতলী’ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তফা মাহাবুবুর রহমান মামুন, থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরাফুল রায়হান মাইন, জেলা যুব মহিলা লীগের সদস্য মৌসুমী সুলতানা শান্ত, পৌর যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা, জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আফরোজ, কবি মারিয়া নুর, হুমায়ুন কবির স্মৃতি সংঘের সাবেক সভাপতি সুজন, সাহিত্য পরিষদের আহ্বায়ক আশরাফুল নয়ন সহ সুধিজন। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে কবির জন্মদিন পালন এবং গ্রামীন খেলা অনুষ্ঠিত হয়।
বিকিলে দ্বিতীয় অধিবেশনে গ্রামীন খেলায় প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামসুল আলম। পরে স্থানীয় কবি- সাহিত্যিকদের নিয়ে কবিতা পাঠের আয়োজন করা হয়।