ঢাকা (সকাল ৮:৪৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁয় অপহরণের নাটক সাজিয়ে বাবার নিকট মুক্তিপণ আদায়ের চেষ্টা

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock শুক্রবার রাত ০১:৫৩, ১৪ মে, ২০২১

নওগাঁয় মিথ্যা অপহরনের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে ছেলে রাসেল রানা। ঘটনায় তার বাবা সিদ্দিক রহমান বদলগাছী থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশ মাঠে নেমে ঘটনার রহস্য উন্মোচন করে রাসেল রানা (২৮) ও ফয়সাল আহম্মেদ ফাহিমকে(২২) আটক করে। বৃহস্পতিবার (১৩ মে) বিকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া তার অফিসের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, জেলার বদলগাছী উপজেলার গোয়ালভিটা গ্রামের সিদ্দিক রহমানের বড় ছেলে রাসেল রানা। গত ৯ মে সকাল ১০টায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর ১১ মে পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে অবশেষে বদলগাছী থানায় একটি সাধারন ডায়েরী করেন সিদ্দিক।

এরই মধ্যে রাসেল রানা তার ছোট ভাইকে ফোন করে জানায় বিকাশের মাধ্যমে দুই লক্ষ টাকা না পাঠালে তাকে মেরে ফেলা হবে। এভাবে টাকা চেয়ে বার বার ফোন করে। এরপর বদলগাছী এবং পার্শবর্তী জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বুধবার (১২মে) রাত ১টার দিকে অপহৃত রাসেলকে বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে উদ্ধার করা হয়। তাকে নিয়ে অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা সদর থেকে ঘটনার মুল হোতা ফয়সাল আহম্মেদ ফাহিমকে আটক করা হয়। তার বাড়ি দলগাছীর রনাহার গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

তিনি বলেন, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে অপহরন নাটকের তথ্য বেরিয়ে আসে। উপজেলার রামপুর গ্রামের নাজমুল হোসেন এর বাড়ি থেকে রাসেল রানা, ফয়সাল আহম্মেদ ফাহিম ও সাখাওয়াত হোসেন সহ অজ্ঞাত আরো ২/৩ জন অপহণের নাটক সাজিয়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। ঘটনায় থানার মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, যুবক রাসেল রানা মাদকাসক্ত এবং একজন চিহ্নিত জুয়ারী। এসব কারণে সংসারে বেশ ঋণগ্রস্থ হয়ে পড়ে। ঋণ পরিশোধের তেমন কোন উপায় ছিলনা রাসেলের। ফলে পাওনাদারদের নিকট অপদস্থ হতে থাকে।বন্ধুদের পরিকল্পনার অংশ হিসেবে স্বেচ্ছায় অন্তরালে গিয়ে তার অপহরণের নাটক সাজিয়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT