ঢাকা (রাত ১২:০৯) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁর রাণীনগরে রাস্তার দুপাশে পুকুর খননের মাটি, জলাবদ্ধতায় দূর্ভোগে গ্রামবাসী

নওগাঁ জেলা ২৩৭৬ বার পঠিত

আবু ইউসুফ, নওগাঁ আবু ইউসুফ, নওগাঁ Clock রবিবার রাত ০৯:৪৭, ১৯ জুলাই, ২০২০

নওগাঁর রাণীনগরে গ্রামবাসীর চলাচলের জন্য একমাত্র রাস্তার পাশে পুকুর খনন করে দুই পাশে মাটি ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। যার কারণে চরম দুর্ভোগে পরেছে উপজেলার পৌওতাপাড়া গ্রামের বাসিন্দারা। গবাদী পশু নিয়ে চলাচল করাসহ চরম বেকায়দায় পড়েছেন ওই গ্রামের মানুষ।
জানা গেছে, উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়নের পৌওতাপাড়া গ্রামের মধ্যে দিয়ে চলাচলের জন্য একমাত্র জনগুরুত্বপূর্ন রাস্তা এটি। যে রাস্তা দিয়েই গ্রামের ভিতরে প্রবেশ ও গ্রামের উত্তর দিকে মাঠে চলাচল করেন গ্রামবাসিরা। কিন্তু রাস্তার পাশেই জমির শ্রেণী পরিবর্তন না করে ওই গ্রামের প্রভাবশালী শুকবর হাজীর ছেলে বুলবুল এবং মৃত সাকিমের স্ত্রী পুকুর খনন করে জোড়পূর্বক রাস্তার দুই পাশে মাটি ভরাট করে রেখেছে। এছাড়াও গ্রামের মধ্যকার পানি নিষ্কাশনের পাইপগুলো তুলে ফেলায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করার কারনে একটু বৃষ্টিতেই হাটু পানি জমে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতার। ফলে গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষ চলাচল ছাড়াও গবাদী পশু নিয়ে চরম বিপাকে পরেছেন তারা। এছাড়াও শিশু ও বয়স্ক লোকদের নিয়ে চরম শংকায় রয়েছেন রাস্তার পাশের বাড়ি ওয়ালারা।
ওই গ্রামের মুসলিম উদ্দিন, আলাউদ্দিন, সাহাদ, আরিফসহ অনেকেই জানান, রাস্তায় পুকুর খননের মাটি রাখায় একটু বৃষ্টিতেই হাটু পানি জমে গিয়ে ঘরের মধ্যেও পানি চলে আসছে। আমরা পরিবারের লোকজন ও গবাদী পশু নিয়ে চরম বিপদের মধ্যে বসবাস করছি।
পুকুর খননকারী বুলবুল জানান, ওই বাড়িগুলো নিচু জায়গায় যার জন্য ওখানে পানি জমে যায়। এতে আমার কিছু করার নেই।
বড়গাছা ইউপি চেয়ারম্যান সফিউল আলম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি কেউ লিখিত ভাবে অভিযোগ দেয় তবে আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT