ঢাকা (রাত ৩:২০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁর মান্দায় ট্রাক চাপায় নিহত ১,আহত ২

নওগাঁ জেলা ২৫৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১১:২৯, ১৯ মার্চ, ২০২০

আবু ইউসুফ,নওগাঁ প্রতিনিধি:– নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় দেওয়ান আকবর আলী (৫৫) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছে। বৃহষ্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের  বিজয়পুর নামক স্থানে এ ঘটনা ঘটে।   এ ঘটনায় ওয়াহেদ (৫২)  ও শাহিন (২৫)  নামে আরও দুজন শ্রমিক আহত হয়েছে।  নিহত আকবর মান্দা উপজেলার বিজয়পুর গ্রামের মৃত দেওয়ান দিলবরের ছেলে। তারা তিনজন একই এলাকার জনৈক আব্দুস সামাদের ইটভাটার শ্রমিক।স্থানীয়রা জানান,  বৃহষ্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের  বিজয়পুর নামক স্থানে আকবর ভ্যানে করে  কাঁচা ইট নিয়ে রাস্তা পার হচ্ছিল। সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আরও দুজন আহত হলে উদ্ধা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি  করা হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT