নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ১১:১৯, ৫ ডিসেম্বর, ২০১৯
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন-মধইল সড়কের লোদীপুর বটতলী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, মধইল বাজার থেকে একটি খালি ট্রাক (যশোর-ড-১১-০৯৯১) আগ্রাদ্বিগুন বাজারে ধান নেয়ার জন্য দ্রুতগতিতে আসার পথে লোদীপুর বটতলী গরুর সেডের পার্শ্বে শিশু জুনায়েদ হোসেনকে ধাক্কা দেয়। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। নিহত জুনায়েদ হোসেন লোদীপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের একমাত্র সন্তান। এলাকাবাসী ট্রাক ও তার চালক ও হেলপারকে আটক করে স্থানীয় খেলনা ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
এব্যাপারে ধামইরহাট থানার উপপরিদর্শক অরুপ কুমার বলেন,খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক চলছিল। সমঝোতা হলে শিশুটির লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হবে।