ঢাকা (রাত ১২:০৯) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা ২৩৩৩ বার পঠিত
জব্দকৃত মাদক
জব্দকৃত মাদক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:১০, ২৮ জানুয়ারী, ২০২০

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের জিল্লুর রহমান ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৬), মৃত মছের মন্ডলের ছেলে মিজানুর রহমান (২৪)।র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকেলে পোরশার উপজেলার গাঙ্গুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৭৬ বোতল ফেন্সিডিল- ২টি মোবাইল সেট, ৪টি সীম কার্ড,  ২টি মেমোরী কার্ড ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৩৭৫ টাকাসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পার্শ্ববর্তী দেশ ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরও করা হয়েছে বলে জানান।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT