ঢাকা (দুপুর ২:২৮) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্মপাশায় ৯০০ প্যাকেট ভেজাল সেমাই জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার দুপুর ০১:২৩, ২৩ জুলাই, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৯০০প্যাকেট ভেজাল সেমাই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন। বনফুল কোম্পানী লিমিটেডের ধর্মপাশা উপজেলার পরিবেশক ও বাদশাগঞ্জ বাজারেব ব্যবসায়ী জুবায়ের মিয়া বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চারজন ব্যক্তি প্যাকেটের গায়ে বনফুল লেখা সম্বলিত ৯০০ প্যাকেট ভেজাল সেমাই নিয়ে বাদশাগঞ্জ বাজারে আসেন। সেমাই দেখেই বুঝতে পারি এই সেমাই গুলো আসল নয়। ইউএনও স্যারকে বিষয়টি মুঠোফোনে জানাই। পরে তিনি (ইউএনও) এসে এসব সেমাই জব্দ করেন। এ সময় ভেজাল সেমাই নিয়ে আসা ব্যক্তিরা ইউএনওর কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান। অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নূর হোসেন, ইউপি সদস্য দৌলত মিয়া প্রমুখ। নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসীর হাসান সাংবাদিকদের বলেন, জব্দ করা এসব সেমাই সেলবরষ ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT