ধর্মপাশায় সোমেশ্বরী নদীতে অবৈধভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে মধ্যনগর থানা পুলিশের মাইকিং
মোঃ কামরুজ্জামান শনিবার দুপুর ০১:১৮, ১৩ জুন, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের সংলগ্ন সোমেশ্বরী নদীতে চলাচলকারী বালু ও পাথরবোঝাই বাল্কহেড নৌকার লোকজনদের কাছ থেকে সপ্তাহ খানেক ধরে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র অবৈধভাবে এক হাজার টাকা থেকে এক হাজার দুইশত টাকা করে চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ উঠেছে। নদী পথের এই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মাইকিং করেছে মধ্যনগর থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার সময় মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুনের নির্দেশে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামের সামনে থাকা সোমেশ্বরী নদীতে এই মাইকিং করা হয়। এই মাইকিং কাজে নিয়োজিত ছিলেন মধ্যনগর থানার এসআই ইদ্রিস আলী, এএসআই সাইফুল ইসলাম। উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা বলেন, আমাদের ইউনিয়নের বুড়িপত্তন গ্রাম সংলগ্ন সোমেশ্বরী নদীতে স্থানীয় একটি চাঁদাবাজচক্র বালু ও পাথরবোঝাই করা বাল্কহেড নৌকার লোকজনদের কাছ থেকে সপ্তাহ খানেক ধরে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এতে করে কিশোরগঞ্জ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের মানুষজনদের কাছে আমাদের উপজেলার বদনাম হচ্ছে। আর এই চাদাবাজির প্রতিবাদে গত বুধবার দুপুরে এলাকাবাসীর ব্যনারে মানববন্ধন করার ঘটনাটি অবগত হওয়ায় মধ্যনগর থানা পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। মাইকিংয়ে বলা হয়েছে চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু। নৌপথের চলাচলকারী বাল্কহেড কিংবা যে কোনোধরনের নৌযানের লোকজনদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। চাঁদাবাজদের ধরিয়ে দিন। এই বেআইনী কাজ যারা করবে তারা কোনো অবস্থাতেই রক্ষা পাবে না। মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন যেকোনো মুল্যে নৌপথে চাঁদিবাজী বন্ধ করা হবে। এ ছাড়া ভুক্তভোগী লোকজন চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।