ঢাকা (দুপুর ১২:৩৮) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock রবিবার রাত ১১:৫৮, ২০ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি কলেজ মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০১ (একশত এক) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ আব্দুস সবুর এর নেতৃত্বাধীন  বিজিবির একটি আভিযানিক দল যার মূল্য প্রায় ৮০,৮০০ (আশি হাজার আটশত) টাকা।

অপরদিকে, শনিবার (১৯শে ডিসেম্বর) আনুমানিক ০০ঃ৪৫ ঘটিকার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর কর্মকারপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৫(পঞ্চান্ন) বোতল মদ উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৫৫,০০০ (পঞ্চান্ন হাজার) টাকা।

শুক্রবার (১৮ই ডিসেম্বর) আনুমানিক ২৩:৩০ ঘটিকার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ এনামুল হক এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মরারপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০(পঞ্চাশ) বোতল মদ উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।

এছাড়াও শুক্রবার (১৮ই ডিসেম্বর) আনুমানিক ২৩০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীরপাড়ে নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫০(একশত পঞ্চাশ) বোতল মদ ও ০৫(পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) টাকা।

তাছাড়াও শুক্রবার (১৮ই ডিসেম্বর) আনুমানিক ১৯ঃ৪০ ঘটিকার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে নিজপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬৮(আটষট্টি) বোতল মদ উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৬৮,০০০ (আটষট্টি হাজার) টাকা।

শুক্রবার (১৮ই ডিসেম্বর) আনুমানিক ১৮ঃ৩০ ঘটিকার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে গরুরা মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা।

এছাড়াও শুক্রবার (১৮ ডিসেম্বর) আনুমানিক ১৫:২০ ঘটিকার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটাপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৯০(চারশত নব্বই) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ১,৯৬,০০০ (এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT