ঢাকা (রাত ৩:০২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দেড় কোটি টাকার হেরোইনসহ আটক-১, মটরসাইকেল জব্দ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার রাত ১১:৪৫, ১০ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার (১০ জানুয়ারী) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা থেকে ভারতীয় হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করে বিজিবি-৫৯। এ সময় আটক করা হয় এক মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল।

 

আটক মাদক ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার কাগমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাদাত হোসেন (২৩)।

 

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মো. সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে ৯’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করে।

এ সময় সোনামসজিদ হতে কানসাট যাবার পথে দুপুর ১টায় একটি মটরসাইকেল তল্লাশী কালীন মটরসাইকেলের ক্যরিয়ারে কালো ব্যাগে ঝুলানো অবস্থায় ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী শাহাদাতকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাদাত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT