ঢাকা (রাত ৩:৫৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুইবছরের সাজা এড়াতে ১৩ বছর ধরে পলাতক : অবশেষে গ্রেফতার

মো: ফরিদ আলী ওরফে ফরিদ (৫৮)
মো: ফরিদ আলী ওরফে ফরিদ (৫৮)

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock রবিবার বিকেল ০৪:৫৯, ২৫ জুন, ২০২৩

মো: ফরিদ আলী ওরফে ফরিদ (৫৮)। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুরের শিষ মোহাম্মদের ছেলে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় (নং-৫২) ২০১২ সালে তার ২ বছরের সাজা হয়। এরপর থেকেই সে পলাতক দীর্ঘ ১৩ বছর।

কিন্তু বিধিবাম। ১৩ বছর পলাতক থাকার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ এক অভিযানে গ্রেফতার হয়েছেন ফরিদ নামে ২ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামি। চেহেরাতেও এসেছে পরিবর্তন। ছেড়েছেন দাড়ি। সাদা চুল কালো ও সাদা দাড়ি ছেড়েও চোখ এড়াতে পারেননি সদর থানা পুলিশের।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন শনিবার রাতে পৌর এলাকার রামকৃষ্টপুর থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত ১৩ বছরের পলাতক ফরিদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ২০১২ সালের মে হতে ১৩ বছর পলাতক ছিল সে।

তিনি আরও জানান, নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের নির্দেশনায় এসআই মো. তৈয়ব আলী, এসআই মো. নাজমুল হোসেন, এএসআই মো. সিরাজুল ইসলাম ও এএসআই মো. নজরুল ইসলামসহ সদর মডেল থানার সঙ্গীয় ফোর্স গ্রেপ্তার অভিযানে অংশগ্রহণ করে। পরে ধৃত পলাতক আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT