ঢাকা (দুপুর ১২:১৬) মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

থানায় চুরির ব্রিফিংয়ের সময় পুলিশ কর্মকর্তার মোবাইল চুরি

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার ১২:৪৪, ১০ ডিসেম্বর, ২০২১

রাজধানীর মহাখালীর একটি চুরির ঘটনায় রাজধানীর কাফরুল থানার ভেতরে প্রেস ব্রিফিং চলছিল। ঠিক তখন সেখানেই এক পুলিশ কর্মকর্তার মোবাইল চুরি হয়েছে। ওই কর্মকর্তা রাজধানীর মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মাঈনুল ইসলাম।

পরে মোবাইল চোরকে শনাক্ত করতে থানার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করে পুলিশ। এ ঘটনায় করা একটি ভিজ্যুয়াল প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এর আগে মহাখালীতে ৩৭ লাখ টাকা চুরির ঘটনার ওই ব্রিফিং করা হয়। একটি দোকানের কর্মচারী দোকানের তালা ভেঙে ওই চুরি করেন বলে জানায় পুলিশ। এরপরেই অভিযুক্ত পলাতক হন। পরে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT