ঢাকা (সকাল ৯:৫৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

থানচি উপজেলার বড়মদক বাজারে ভয়াবহ আগুন,২০ টি দোকান পুড়ে ছাই

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান Clock বৃহস্পতিবার বেলা ১২:২৩, ৫ নভেম্বর, ২০২০

বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড়মদক ইউনিয়ন এর প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে গেছে আজ বৃহস্পতিবার ( নভেম্বর) খুব ভোরে এই অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এই ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে বড়মদক বাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মহুর্তেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে। এইসময় ২০টি দোকান কয়েকটি কাঁচা ঘরবাড়ি পুড়ে যায়। এসময় স্থানীয় বাসিন্দারা সাঙ্গু নদীর পানি ব্যবহার করে অন্তত ১০টি দোকান রক্ষা করে। অগ্নিকান্ডে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছে বাজারের ব্যবসায়ীরা।

এই বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম মৃদুল বলেন, ঘটনার পর থানচি সদর থেকে নৌকাযোগে দুর্গম বড়মদক বাজারে একটি টিম পাঠানো হয়েচে। তাদের তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের চেষ্টা করবো।

প্রসঙ্গত, থানচির বড় মদক পর্যন্ত এখনও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে না উঠার কারনে সেখানে সাঙ্গু নদী পথ দিয়ে পৌছাতে ঘন্টা সময় ব্যয় হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT