ঢাকা (দুপুর ১২:১৯) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


তাল্লু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে ছয় কোটি টাকার ক্ষতি

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১১:৫০, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুর উপজেলার কলতাপাড়ার তাল্লু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে মেশিন ও মালামাল পুড়ে ৬ কোটির ক্ষতি। সোমবার সন্ধ্যায় মিলটিতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

মিল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলের ২নং ইউনিটের ডার্ক লাইন থেকে রিং মেশিনে আগুন লেগে তুলার মাধ্যমে পুরো ইউনিটে দ্রুত ছড়িয়ে পরে। পরে গৌরীপুর ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিভায়।

মিলের ব্যবস্থাপক মোঃ ইসমাঈল হোসেন জানান, মিলের ২নং ইউনিটের রিং মেশিন থেকে আগুন লেগে ২টা সিনপ্লেক্স মেশিন, ১টা ডায়িং মেশিন ও ৪০০ স্লাইভার (সুতার লম্বা বান্ডিল) পুড়ে যায়। এতে আনুমানিক ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান বলেন, তাল্লু স্পিনিং মিলে আগুন লাগার পরপরই ময়মনসিংহ সদর, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করায় দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়। মিলের অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত কমিটি গঠন করে নির্ধারণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT