ঢাকা (রাত ১:৩৮) মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক গৌরীপুরে ছুরিকাঘাত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার রাত ১১:৫৮, ২৫ জুলাই, ২০২৪

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক এনামুল হাসান অনয় (২২) কে ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাত করেছে দুবৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার পৌর শহরের নিমতলী এলাকায়।

এনামুল হাসান অনয় জানায়, ১০-১৫জন এসে প্রথমে কিলঘুষি ও লাথি মারে, একজন লাঠি নিয়েও পেটায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে। তিনি আরও জানান, হামলাকারীরা আমাকে সরকার বিরোধী কর্মকান্ড, কোটা আন্দোলনে শ্লোগান দেয়ার অভিযোগ তুলে জামায়াত-শিবির আখ্যায়িত করার চেষ্টা করে।

অনয় গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের পুত্র। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষে অধ্যয়নরত। সে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবেও ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম আক্তার নোমান জানায়, অনয়ের ডানহাতের কনুর নিচে ১টি ও ডানপিঠের উপরে ২টি আঘাতের চিহ্ন রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এই প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT