ঠাকুরগাঁওয়ে রাস্তা পাকা করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ০৯:১৭, ২৯ অক্টোবর, ২০১৮
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের তিনটি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও এলজিইডির তত্ত্বাবধানে ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে দোগাছী হইতে চিলারং ইউনিয়ন পরিষদ সড়কের চৌরঙ্গীবাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক, আখানগর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংযোগ ১ কিলোমিটার সড়ক ও পাহাড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ ১ কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হবে।
উদ্বোধন শেষে পশ্চিম বাঁশগাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার । এ সরকার ঠাকুরগাঁওয়ের মানুষের উন্নয়নে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করেই যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক প্রমুখ।