ঢাকা (রাত ১:৫৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে টাংগন নদীতে ডুবে এক যুবক নিখোঁজ

মোঃ সেলিম রেজা,ঠাকুরগাঁও মোঃ সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock সোমবার সন্ধ্যা ০৬:২২, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন ঢোলার হাট ইউনিয়নের ধর্মপুর ( কুন্জমহন পারা) এক যুবক টাংগন নদীতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায় টাংগন নদীর পার্শবর্তী ধর্মপুর  গ্রামের রিপন চন্দ্র বর্মন (২৬) নদীতে মাছ ধরতে গিয়ে জাল সহ নদীতে ডুবে নিখোঁজ হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায় ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ( কুন্জমহন পারা) বাসিন্দা নগেন চন্দ্র এর এক মাত্র ছেলে দুই সন্তানের জনক রিপন চন্দ্র (২৬) টাংগন নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায় এবং ডুবে যাওয়ার পরে নিখোঁজ হয়।

এ বিষয় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন নদীতে পানি বেশি হওয়ায় উদ্ধার কাজে রংপুর ডুবুরি স্টেশন কে জানানো হয়েছে তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।

২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল বলেন আজ দুপুর দুই টা ত্রিশ মিনিটে রিপন চন্দ্র এর নদীতে ডুবে যাওয়া খবর শুনে আমি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কে ফোন করি এবং রুহিয়া থানায় ফোনে বিষয়টা অবগত করি পুলিশের একটি দলসহ আমিও ঘটনা স্থলে আসি।

উল্লেখ, রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ রিপনকে উদ্ধার করা সম্ভব হয় নি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT