ঢাকা (রাত ৮:৩১) শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে শিক্ষা বৃত্তি প্রদান ও স্থানীয় সরকার এবং নাগরিক প্রতিনিধিদের সাথে সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিক্ষা বৃত্তি প্রদান ও স্থানীয় সরকার এবং নাগরিক প্রতিনিধিদের সাথে সংলাপ

<script>” title=”<script>


<script>

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ”বেষ্ট স্কুল ফর গার্লস এন্ড বয়েজ”স্লোগান নিয়ে মেয়ে ও ছেলে শিক্ষার্থীর জন্য সংবেদনশীল শিক্ষা ও  শিক্ষাঙ্গন  এই বিষয়ে ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান। স্থানীয় সরকার এবং নাগরিক প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। স্টেপস  টুয়ার্ডস ডেভলপমেন্ট এর পরিচালনায়, ঠাকুরগাঁও এন জি ও সেলের বাস্তবায়নে ও বাংলাদেশ ব্যাংক অর্থায়নে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে ঠাকুরগাঁও আর কে স্টেট উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বিদ্যালয় এর সভাকক্ষে এ
ঠাকুরগাঁওয়ে শিক্ষা বৃত্তি প্রদান ও স্থানীয় সরকার এবং নাগরিক প্রতিনিধিদের সাথে সংলাপঅনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ এম কে পি এর সমন্বয়কারী সাদেকুল ইসলাম ‌। এতে ঠাকুরগাঁও আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্টেপস  টুয়ার্ডস ডেভলপমেন্ট এর সমন্বয়কারী সাজ্জাদ হোসেন খান, ঠাকুরগাঁও এনজিও সেলের সমন্বয়কারী নাজমিন বেগম স্নিগ্ধা, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসী বেগম প্রমুখ। আলোচনা বক্তারা মেয়ে ও ছেলে শিক্ষার্থীর জন্য সংবেদনশীল শিক্ষা ও শিক্ষাঙ্গন  বিষয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বাংলা জেন্ডার বৈষম্য দূর করার আহ্বান জানান। অনুষ্ঠানে ১০  জন দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীকে বছরে  ২৪০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ ঠাকুরগাঁওয়ে মোট পাঁচটি বিদ্যালয়ের ৫০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই উপবৃত্তির ব্যবস্থা করেছে স্টেপস  টুয়ার্ডস ডেভলপমেন্ট
ও বাংলাদেশ ব্যাংক।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT