ঢাকা (রাত ১২:২২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ট্রাক ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, ট্রাক জব্দ

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ১১:৪৫, ২৬ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বইলতলা ও লালাপাড়ার মধ্যবর্তী মহাসড়কে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ভুটভুটি চালক নিহত হলেও পালিয়ে যান ট্রাক চালক। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত পৌণে ১১ টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

নিহত ভুটভুটি চালক হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর চককীর্তী এলাকার ২নং ওয়ার্ডের মৃত ইয়াসিন আলী ও মোসা. মনোয়ারা বেগমের ছেলে বাবু (২৫)।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে শিবগঞ্জ উপজেলায় প্রবেশের আগেই সদরের স্বাগতম থেকে প্রায় ১শত
গজ পশ্চিমে চকবহরম এলাকার পাঁচু মেম্বারের চাতালের দক্ষিণ পাশে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের পাকা রাস্তার ওপর সোনামসজিদ থেকে আসা একটি ট্রাক ভুটভুটিকে সজোড়ে ধাক্কা দিলে সড়কের পাশেই দুমড়ে উল্টে যায় ভুটভুটিটি।

এতে ঘটনাস্থলেই ভুটভুটি চালক বাবু নিহত হয়। পরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ সদস্যের একটি দল ঘটনাস্থল থেকে মৃত বাবুর মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট-১৪-৮৩৯৪ ) জব্দ করা হয়েছে বওে জানান ওসি কবির।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT