ঢাকা (সকাল ৭:১৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জাল নোটসহ বৃদ্ধ ব্যবসায়ীকে আটক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ১১:৫৪, ২৮ জানুয়ারী, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারের জাল নোটসহ বৃদ্ধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাতে নাতে তাকে আটক করেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুস শহীদ (৫৭)। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে। জানা যায়,মুড়িয়া ইউনিয়নের ঠেকইকোনা গ্রামের একটি ওয়াজ মাহফিল চলাকালে শহীদ জাল টাকা লেনদেন করার চেষ্টা করেন। এ সময় জনৈক ক্রেতার নোট দেখে সন্দেহ হয়৷ এ সন্দেহ থেকে ওই ক্রেতা স্থানীয়দের নিয়ে বৃদ্ধ ব্যবসায়ীকে ওয়াজ মাহফিলের বাজার থেকে আটক করেন। পরে তার কাছ থেকে ৪ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। স্থানীয়রা তাকে আটকে করে প্রথমে মুড়িয়া ইউপি সদস্য আলী আহমদের কাছে সোর্পদ করে। পরে ইউপি সদস্য ও সারপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিনের মাধ্যমে তাকে পুলিশে সোর্পদ করা হয়। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, স্থানীয়দের সহায়তায় একবৃদ্ধকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া জাল টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT