জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা’র অর্থায়নে নাগেশ্বরীতে ১৯৮০ পরিবারকে গবাদী পশু খাদ্য ও ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:৩৯, ২৬ ডিসেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা কবলিত ঝুকিপূর্ণ ১ হাজার ৯৮০ পরিবারের মাঝে গবাদী পশু খাদ্য ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এসএও) এর অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ প্রত্যেক পরিবারকে ৭৫ কেজি গো-খাদ্য ও ১২টি কৃমিনাশক ট্যাবলেট দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল আলম, ভেটেরিনারী সার্জন ডা. কে এম ইশতিয়াক খায়রুল ইসলাম প্রমূখ।